ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, গাজায় যুদ্ধবিরতির আহ্বান তিনি উপলব্ধি করতে পারছেন। কিন্তু যুক্তরাজ্য এটাও স্বীকার করে যে, ইসরায়েল তার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
সৌদি আরবে যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠকের সময় জেমস ক্লেভারলি এই মন্তব্য করেন। তিনি বলেন, অবশ্যই, আমরা এই ভয়াবহ পরিস্থিতির যত দ্রুত সম্ভব সমাধান দেখতে চাই। এ সময় তিনি বলেন, ‘তাৎক্ষণিক চ্যালেঞ্জ হলো গাজার জনগণের মানবিক চাহিদা পূরণ।’
সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় আরব দেশগুলি যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকার অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।কিন্তু যুক্তরাজ্য সরকার যুদ্ধবিরতির আহ্বান জানানো থেকে বিরত রয়েছে এবং এর পরিবর্তে মানবিক বিরতির আহ্বান জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল