যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করে নেওয়ার কিংবা শাসন করার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে নিরাপত্তা হুমকির মোকিবিলার জন্য প্রয়োজনে ওই উপত্যকায় একটি “বিশ্বাসযোগ্য বাহিনী” পাঠানো হবে।
তিনি বলেন, “আমরা গাজা জয় করতে বা দখল করতে চাই না, এবং আমরা গাজা শাসন করতেও চাই না।”
নেতানিয়াহু বলেন, “একটি বেসামরিক সরকার প্রয়োজন। ইসরায়েলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ৭ অক্টোবরের মতো হামলা আর কখনো না ঘটতে পারে। যে হামলায় হামাস প্রায় ১,৪০০ মানুষকে হত্যা করেছিল।”
“সুতরাং, সেখানে আমাদের একটি বিশ্বাসযোগ্য বাহিনী থাকতে হবে, যা প্রয়োজনে গাজায় প্রবেশ করবে এবং খুনিদের হত্যা করবে। কারণ এটিই হামাসের মতো সত্তার পুনরুত্থান রোধ করবে,” যোগ করেন তিনি।
কয়েক দিন আগে নেতানিয়াহু বলেছিলেন, “যুদ্ধ শেষ হলে ইসরায়েল ‘অনির্দিষ্টকালের জন্য’ ফিলিস্তিনি উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে পারে।
কিন্তু এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে নতুন এই ঘোষণা দিলেন নেতানিয়াহু। সূত্র: বিবিসি, আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ