ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দায় স্বীকার করে হুথিরা।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বুধবার একটি চালকবিহীন বিমান (ইউএভি) ইলাতে একটি বেসামরিক ভবনে আঘাত করে।
আইডিএফ বলেছে, “ইউএভির পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিবরণ তদন্ত করা হচ্ছে।”
একটি ভিডিও বিবৃতিতে হুথির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, হুথি বাহিনী ইলাতের চারপাশে “বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।”
তিনি বলেন, “গোপনে শত্রুর নির্বাচিত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হয়েছে এবং অপারেশনটি সফল হয়েছে। গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং ওই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই অভিযান চালিয়ে যাবে।”
বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক সংবাদ সম্মেলনে, আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, তারা এখনও ঘটনাটি খতিয়ে দেখছেন।
এই সপ্তাহের শুরুতে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার দাবি করে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলে, আরও হামলা হবে।
বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আইডিএফের একটি যৌথ বিবৃতি দাবি করা হয়, তারা অ্যারো ৩ অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ব্যবহার করে লোহিত সাগর অঞ্চল থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিয়েছে,
বিবৃতিতে দাবি করা হয়, অ্যারো ৩ উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম।
এর আগে গত সপ্তাহে আইডিএফ দাবি করেছিল, তারা অ্যারো ২ সিস্টেম ব্যবহার করে লোহিত সাগর এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ঠেকিয়ে দিয়েছে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/আজাদ