সিরিয়ার ইদলিব প্রদেশে রুশ বিমান হামলায় নিহত হয়েছেন ৩৪ জন। এছাড়াও এ হামলায় ৬০ জনেরও বেশি আহত হয়েছে।
রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রুশ বিমান বাহিনীর রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত জানিয়েছে, শনিবার ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি সৈন্যদের অবস্থানে গোলাবর্ষণে জড়িত অবৈধ সশস্ত্র গোষ্ঠীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
কুলিত বলেন, ২৪ ঘণ্টায় সিরিয়ার সরকারি সেনাদের অবস্থানে সাতবার হামলা চালিয়েছে ওই সশস্ত্র গোষ্ঠী।
সিরিয়ার সেনাবাহিনী ইদলিব ও আলেপ্পো প্রদেশে সরকার-নিয়ন্ত্রিত এলাকায় হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে, যারা ইসলামপন্থী জিহাদি বলে দাবি করে। তবে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের বিষয়টি অস্বীকার করেছে বিদ্রোহীরা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীরা বলছেন, মস্কো এবং দামেস্ক উভয়ই গাজা সংঘাত নিয়ে বিশ্বের ব্যস্ততার সুযোগ নিয়ে এমন একটি অঞ্চলে আঘাত হেনেছে যেখানে ৩০ লাখেরও বেশি মানুষের বসবাস।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত