ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপতক্যার নিয়ন্ত্রণ হারিয়েছে সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেছেন, বেসামরিক লোকেরা হামাসের ঘাঁটি লুট করছে।
অবশ্য নিজের এসব দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি ইসরায়েলের এই মন্ত্রী।
সোমবার ইসরায়েলের প্রধান টিভি স্টেশনে সম্প্রচারিত ভিডিওতে গ্যালান্ট বলেন, “হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে। সন্ত্রাসীরা দক্ষিণ দিকে পালাচ্ছে। বেসামরিক লোকেরা হামাসের ঘাঁটি লুট করছে। তাদের আর হামাস সরকারের প্রতি আস্থা নেই।” সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/আজাদ