১২ ডিসেম্বর, ২০২৩ ১২:২২

গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট আজ

অনলাইন ডেস্ক

গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট আজ

জাতিসংঘের সাধারণ পরিষদের একটি চিত্র

গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির একটি প্রস্তাবে আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হবে।

১৯৩ সদস্যের সাধারণ পরিষদে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক নয়। কিন্তু তার রাজনৈতিক গুরুত্ব রয়েছে। বিষয়টি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।

গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব তোলা হয়েছিল। প্রস্তাবটিতে ভেটো দেয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। এতে গাজায় রক্তপাত বন্ধের প্রয়াস ব্যর্থ হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ১৮ হাজার ২০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত প্রায় ৫০ হাজার।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) এক্সে দেওয়া পোস্টে বলেছে, গাজা উপত্যকায় এখন অনেক মানুষ দু-তিন দিন ধরে না খেয়ে আছে। গাজায় খাদ্য, পানি ও জ্বালানিকে পদ্ধতিগতভাবে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানকার সবাইকে ক্ষুধা তাড়া করছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর