৩০ ডিসেম্বর, ২০২৩ ১৫:১৯

গাজা ইস্যু: বয়কটের ডাক দেওয়ায় ম্যাকডোনাল্ডস মালয়েশিয়ার মামলা

অনলাইন ডেস্ক

গাজা ইস্যু: বয়কটের ডাক দেওয়ায় ম্যাকডোনাল্ডস মালয়েশিয়ার মামলা

ফিলিস্তিনের গাজায় বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত পণ্যে বয়কটের ডাক দেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাকডোনাল্ডস মালয়েশিয়া। এ কারণে ‘মিথ্যা ও মানহানিকর’ আহ্বানের সঙ্গে যুক্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে এ ফাস্ট-ফুড চেইন। প্রতিকার হিসেবে ভুক্তভোগী প্রতিষ্ঠান ১৩ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ চেয়েছে।

মামলাটি করেছে মালয়েশিয়ায় ম্যাকডোনাল্ডসের লাইসেন্সধারী প্রতিষ্ঠান গেরবাং আলাফ রেস্টুরেন্টস। ‘গাজার গণহত্যার’ সঙ্গে যুক্ত থাকায় এ ফাস্ট-ফুড ফ্র্যাঞ্চাইজিসহ কিছু কোম্পানিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশনস (বিডিএস) আন্দোলনের সমর্থনকারীরা। তাই মামলায় নাম উঠেছে বিডিএসের।

শুক্রবার এক বিবৃতিতে ম্যাকডোনাল্ডস মালয়েশিয়া জানায়, নিজেদের ‘অধিকার ও স্বার্থ’ রক্ষার জন্য বিডিএস মালয়েশিয়ার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

জবাবে বিডিএস মালয়েশিয়া বলছে, ফাস্ট-ফুড কোম্পানির মানহানির বিষয়টি তারা ‘অস্বীকার’ করছে। মামলায় আনা অভিযোগ আইনিভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে তারা। সূত্র: রয়টার্স, আল জাজিরা

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর