সোমালিয়ায় জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের দখলে থাকা এলাকায় দুর্ঘটনাক্রমে অবতরণ করে। এরপর আল-শাবাবের সদস্যরা হেলিকপ্টার জব্দ করেছে। বুধবার বিকালে এই ঘটনা ঘটেছে।
আল জাজিরার খবর অনুসারে, কয়েক দশক ধরে হর্ন অব আফ্রিকায় সহিংসতা চালিয়ে আসা আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীটি বিমানটিতে থাকা অন্তত ছয়জন ত্রাণকর্মীকে আটক করেছে।
জাতিসংঘের মেমোতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি গালগাদুদ অঞ্চলের গাবুন গ্রামের কাছে অবতরণ করে।
মোগাদিশুতে জাতিসংঘের এক কর্মকর্তা আল জাজিরাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিমানটিতে সামরিক কর্মকর্তা এবং একজন তৃতীয় পক্ষের ঠিকাদারসহ নয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে দলটি ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। বাকি দুইজন যাত্রী পালিয়ে গেছেন এবং পলাতক রয়েছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশেপাশে জাতিসংঘের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        