এবার লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, তারা ফিলিস্তিনকে দখলদারদের হাত থেকে স্বাধীন করেই ছাড়বে। তাতে যতো চড়ামূল্যই দিতে হোক তা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দেবে।
আরবি ভাষার টিভি চ্যানেল আল-আলাম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে হিজবুল্লাহর সহকারি মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ‘আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলো একই ধ্যান ও ধারনায় বিশ্বাসী। তারা সবাই ফিলিস্তিনের হয়ে লড়ার জন্য একমত হয়েছে। দুর্বলের পাশে দাঁড়ানোর মতো শক্তি তাদের আছে।’
তিনি দাবি করেছেন, সব প্রতিরোধ গোষ্ঠীই ফিলিস্তিনকে স্বাধীন করার ব্যাপারে একমত পোষণ করেছে। তার মতে, এই লড়াই করতে গিয়ে কতোটা চড়ামূল্য দিতে হবে সে নিয়ে মোটেও ভাবছে না প্রতিরোধ যোদ্ধারা।
হিজবুল্লাহর এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, হামাসের চালানো আল আকসা স্টর্ম ফিলিস্তিনের স্বাধীনতার পথ খুলে দিয়েছে। তার মতে, এই অভিযানে শত্রুরা বুঝতে পেরেছে প্রতিরোধ যোদ্ধারা আসলে কতোটা শক্তিশালী। কেউই প্রতিরোধ যোদ্ধাদের এই সক্ষমতা আটকে দেয়ার ক্ষমতা রাখে না।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল