২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৫০

ইয়েমেনের কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ নাকচ ইরানের

অনলাইন ডেস্ক

ইয়েমেনের কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ নাকচ ইরানের

ইয়েমেনের কাছে অস্ত্র এবং গোলাবারুদ পাঠানোর ব্যাপারে আমেরিকা ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে তেহরান।

গতকাল সোমবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাবানি নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ক্যারোলিন রোদ্রিগেজ বিরকেতকে লেখা এক চিঠিতে মার্কিন অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। 

তিনি বলেন, অদূরদর্শী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্য নিয়ে আমেরিকা এই অভিযোগ উত্থাপন করেছে।

গত ১৪ ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদের অধিবেশনে আমেরিকার বিকল্প প্রতিনিধি রবার্ট উড অভিযোগ করেছিলেন যে, ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী জাহাজে হামলার জন্য ইয়েমেনের হুথি যোদ্ধাদেরকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সমর্থন দিচ্ছে ইরান।

মার্কিন প্রতিনিধির এই বক্তব্য সম্পর্কে সাঈদ ইরাভানি তার চিঠিতে লিখেছেন, এটি অত্যন্ত দুঃখজনক যে মার্কিন প্রতিনিধি আবারও নিরাপত্তা পরিষদকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এজন্য মার্কিন দূত ইরানের বিরুদ্ধে ভুল তথ্য এবং ভিত্তিহীন অভিযোগ ছড়িয়েছেন। 

ইরানি রাষ্ট্রদূত বলেন, ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা এবং ব্রিটেন যে অন্যায় সামরিক আগ্রাসন চালাচ্ছে তার ন্যায্যতা দিতে তারা এসব অভিযোগ করছে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর