ইউক্রেন রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরু করে রাশিয়া। বিশ্বের অন্য সব দেশ একে যুদ্ধ হিসেবে অভিহিত করলেও রাশিয়া বলছে বিশেষ সেনা অভিযান। আর এই রুশ সেনাদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইউক্রেনকে আধুনিক সমরাস্ত্র সরবরাহ করেছে। তবে সেই অস্ত্রও নাকি ঠিকমতো কাজে লাগাতে পারছে না ইউক্রেন।
রুশ সামরিক বিশেষজ্ঞ আনাতোলি মাতভিচুক দাবি করেছেন, পশ্চিমাদের সরবরাহ করা আধুনিক সমরাস্ত্র যুদ্ধক্ষেত্রে কাজে লাগাতে পারছে না ইউক্রেনীয় বাহিনী।
রাশিয়ার সামরিক বাহিনীর এই সাবেক কর্নেলের মতে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের টেকসই পরিকল্পনার অভাবেই ইউক্রেন অস্ত্র হাতে পেয়েও কাজে লাগাতে পারছে না। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুতনিকের সাথে এ বিষয়ে আলাপ করেছেন তিনি।
আনাতোলির দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কিয়েভকে স্বল্প মেয়াদে ব্যবহারের জন্য অস্ত্র পাঠায়। তবে তার আগে মোটেও ভাবনাচিন্তা করে না
পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেল রবার্ট স্টর্চের তথ্যমতে, গত বছর ইউক্রেনকে ব্র্যাডলি ফাইটিং ভেহিকল, এম-১ আব্রামস ট্যাংক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। তিনি স্বীকার করেছেন, কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়াই ইউক্রেনকে এগুলো সরবরাহ করা হয়।
ফলে ইউক্রেন এই সমরাস্ত্র কীভাবে রক্ষণাবেক্ষণ করবে, কীভাবে মেরামত করবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই। আর সেকারণেই ইউক্রেন এই সমরাস্ত্র জুতসইভাবে ব্যবহার করতে পারছে না।
রুশ সামরিক বিশেষজ্ঞ আনাতোলি বলেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তর বর্তমানে এমন একটি পরিকল্পনা তৈরির জন্য কাজ করছে। তবে এ পরিকল্পনায় দূরদর্শিতার ঘাটতি আছে বলে মনে করেন তিনি।
তার মতে, সামরিক সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণের পরিকল্পনা করতে পেন্টাগনের ব্যর্থ। আনাতোলি দাবি করেছেন, ঘটনাটি ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনবে। এর বাস্তবতা বোঝাতে আভদিভকার পতনের প্রসঙ্গ টানেন তিনি।
এই রুশ সমর বিশেষজ্ঞ আরো দাবি করেছেন, শহরটিতে ব্র্যাডলি ফাইটিং ভেহিকল কাজে আসেনি।
আব্রামস ট্যাংক নিয়ে যুদ্ধক্ষেত্রে যেতে ইউক্রেনীয় কমান্ডাররা ভয় পায় বলেই মনে করছেন আনাতোলি। তিনি বলেন, ইউক্রেনকে দেয়া পশ্চিমা সামরিক সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ ও প্রশিক্ষিত কর্মীর ঘাটতির প্রসঙ্গ যখন সামনে আসে, তখন একটি বিষয় মনে রাখা উচিত, তা হলো এই অস্ত্রগুলো স্পষ্টতই দীর্ঘ মেয়াদে ব্যবহারের জন্য নয়।
আনাতোলি মনে করেন, প্রয়োজন নেই এমন সামরিক সরঞ্জামই কিয়েভকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার এই সামরিক বিশেষজ্ঞ বলেন, প্রতি ১২ ঘণ্টার অভিযান শেষে আব্রামস ট্যাংক পরিষ্কার করতে হয়। তা না হলে ইঞ্জিন অকার্যকর হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে পুরো ইঞ্জিনই প্রতিস্থাপন করতে হয়। কিন্তু এটি এমন একটি কাজ, যা ইউক্রেনীয় বাহিনী নিজেরা করতে অক্ষম।
বিডি প্রতিদিন/নাজমুল