বলিউড অভিনেতা হৃতিক রোশনের বোন সুনায়না রোশন একসময় মাদকাসক্ত ছিলেন, তা রোশন পরিবারের বাইরে অনেকেই জানতেন। পরিবারের সদস্যরা তখন চরম উদ্বেগে দিন কাটাতেন। যদিও কঠিন সেই সময় পার করে জীবনে ফিরেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মদ্যপানে আসক্তি, শারীরিক-মানসিক সংকট এবং সেখান থেকে মুক্তির অভিজ্ঞতা তুলে ধরেছেন সুনায়না। জানিয়েছেন, তিনি ক্যানসার ও টিবির মতো রোগেও আক্রান্ত ছিলেন।
সুনায়না বলেন, ‘আমি একসময় মদ্যপান করে নিজেকে আঘাত করতাম। বিছানা কিংবা চেয়ারে পড়ে যেতাম। দেহজুড়ে নীল দাগ থাকত। মদের প্রভাব কমে গেলে ভেতরে ভয় ও অস্থিরতা কাজ করত, তাই আরও বেশি পান করতাম। এমনকি নিজেকেই ঘৃণা করা শুরু করি।’
নেশার কারণে তিনি ঘন্টার পর ঘন্টা নিজেকে বাথরুমে আটকে রাখতেন বলেও জানান। পরে পরিবারের সহায়তায় বিদেশের একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হন।
সেখানে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছিল জানতে চাইলে সুনায়না বলেন, ‘প্রায় ৬-৭ জন মানুষ প্রতিদিন আমাকে জিজ্ঞাসাবাদ করতেন। আমি সেখানে ২৮ দিন ঘুমাতে পারিনি। তারা আমার মনোজগতের গভীরে ঢুকে সব কিছু বের করে আনতে চাইতেন। ৬-৭ ঘণ্টা একটানা প্রশ্ন করার পর আমি ক্লান্ত হয়ে পড়তাম। তবে এই নেশামুক্তি কেন্দ্রটি আমার জীবনে বড় পরিবর্তন এনেছে।’
বিডি প্রতিদিন/আশিক