রাশিয়া বৃহস্পতিবার জানিয়েছে, তারা আভদিভকা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পূর্ব ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছে। গত মাসে রুশ বাহিনীর হাতে আভদিভকা শহরের পতন হয়।
খবর অনুসারে, এটি আভদিভকার পশ্চিমে রাশিয়ার দখল করা দ্বিতীয় গ্রাম। সম্প্রতি রাশিয়া যুদ্ধক্ষেত্রে বেশ কিছু সাফল্য দেখছে। কারণ, কিয়েভ গোলাবারুদের ঘাটতিতে ভুগছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাত্যহিক ব্রিফিংয়ে বলেছে, রাশিয়ার সশস্ত্র বাহিনী টোনেনকে গ্রাম মুক্ত করেছে। এটা নদীর তীরে একটি ছোট গ্রাম যার কয়েকটি রাস্তা রয়েছে।
দুই বছরের সংঘাতের অন্যতম রক্তক্ষয়ী লড়াইয়ের পর গত মাসে আভদিভকা দখলে নেয় রাশিয়া। মস্কো এটাকে মোড় পরিবর্তনকারী (টার্নিং পয়েন্ট) হিসেবে দেখছে।
এদিকে বৃহস্পতিবার ভোরে রাশিয়া কিয়েভে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেন বলেছে, মস্কো তার রাজধানীতে ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল