বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালতি হয়েছে। জেলা প্রশাসন ও জেলা রেড ক্রিসেট ইউনিট এ দিবসটি পালন করে।
"মানবতার পাশে একসাথে"-এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সেখানে ফিতা কেটে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন।
অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেনসহ রেড ক্রিসেট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ