চুয়াডাঙ্গার দামুড়হুদায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজলোর কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন কার্পাসডাঙ্গার স্থানীয় ব্যবসায়ী শামসুল আলমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা হাঁটতে বের হয়েছিলেন রোজিনা খাতুন। কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের একটি ইটভাটার সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক হৃদয় আলীকে আটক করা হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ