বাগেরহাটের ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (৮ মে) বনফুল মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ বিভাগে এবং নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরী, ফকিরহাট উপজেলা শাখার উপদেষ্টা সৈয়দা রোশনি খাতুন, শিক্ষক নিমাই কৃষ্ণ দাস, মো. জিল্লুর রহমান, আলীজা সুলতানা ও হালিমা খাতুন। আরও উপস্থিত ছিলেন শুভসংঘ সদস্য সাথী বসু, পল্লব আচার্য, চিন্ময় মজুমদার প্রমুখ।
আয়োজনটি সভাপতিত্ব করেন শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার সভাপতি অনিমেষ কুমার মজুমদার এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক হালিমা খাতুন।
প্রধান অতিথি শেখ মুজিবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের সাহিত্যচর্চা বইমুখী করে তোলে এবং মেধার বিকাশ ঘটায়। এমন আয়োজনের জন্য শুভসংঘকে ধন্যবাদ।”
বিশেষ অতিথি বিপুল রায় চৌধুরী বলেন, “শুভসংঘের এ উদ্যোগ শিক্ষার্থীদের সাহিত্যপ্রেম জাগিয়ে তুলেছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সমাজ ও মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করা যায়।”
অনিমেষ কুমার মজুমদার বলেন, “সাহিত্যচর্চা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক। সে লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।”
অনুষ্ঠান শেষে বিচারকার্য শেষে বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কৃত করা হয়।
বিডি প্রতিদিন/আশিক