গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা শুরু করে দখলদার ইসরায়েল। যুদ্ধের শুরুর দিকেই ইসরায়েলি বোমা হামলায় আহত হন ফিলিস্তিনি এক নারী, তখন তিনি আট মাসে অন্তঃসত্ত্বা ছিলেন।
গুরুতর আহত হওয়ায় চিকিৎসকরা তার গর্ভের সন্তানকে সিজারের মাধ্যমে জন্ম দেন। এর মাত্র দুই ঘণ্টা পরই মারা যান ওই নারী।
ইসরায়েলি বোমা হামলায় মৃত্যু হল সেই শিশুরও। তার নাম হানি মাহমুদ।
মিশর সীমান্তবর্তী রাফা শহরে রবিবার ইসরায়েলি হামলায় চার শিশুসহ কিশতা পরিবারের আট সদস্য নিহত হয়। তাদের মধ্যে সেই হানি মাহমুদও আছে, যার বয়স মাত্র সাত মাস।
যুদ্ধের প্রথম দিকে একই বিমান হামলায় মায়ের সঙ্গে তার বাবাও নিহত হন।
এদিকে, ইসরায়েলি হামলায় ৭ অক্টোবরের পর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। এই সময়ে আহত হয়েছে আরও ৭৮ হাজার ১৮ জন। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/একেএ