ফিলিস্তিনিদের পক্ষ থেকে গত মাসে জোড়ালভাবে জাতিসংঘের স্থায়ী সদস্যপদ পেতে আবেদন করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেওয়ায় সদস্যপদ পায়নি ফিলিস্তিন।
এখন জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদন আবারও সংস্থাটির সাধারণ পরিষদের অধিবেশনে তোলা হবে। এর আগে সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদনের পক্ষে অনেক দেশই সমর্থন জানায়।
আজ শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হবে।
জাতিসংঘের মোট সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। ফিলিস্তিনিদের দাবির প্রতি বিশ্ববাসীর সমর্থন রয়েছে কি না, তাও যাচাই করা সম্ভব হবে আজকের ভোটের মাধ্যমে।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ