গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল। এরপর থেকে আজ পর্যন্ত ওই উপত্যকার ৭৮ শতাংশকেই উচ্ছেদ করার করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী ৬ মে পর্যন্ত থেকে উত্তর ও দক্ষিণ গাজার জন্য পাঁচটি উচ্ছেদের আদেশ জারি করেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ধরনের আদেশের অধীনে পড়েছে গাজা ভূখণ্ডের ৭৮ শতাংশ এলাকা।
সংস্থাটি আরও জানায়, এই আদেশের মধ্যে পড়েছে ওয়াদি গাজার উত্তরাঞ্চলীয় পুরো এলাকা। এখানকার বাসিন্দাদের অক্টোবরের শেষের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ওয়াদি গাজার দক্ষিণে নির্দিষ্ট এলাকাগুলোকে ১ ডিসেম্বর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী উচ্ছেদের জন্য বাছাই করেছে।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানায়, অব্যাহত উচ্ছেদ আদেশের ফলে অনেক পরিবার যুদ্ধ শুরুর পর থেকে পঞ্চমবারের মতো বাস্তুচ্যুত হয়েছে। ফলে বাস্তুচ্যুতদের জন্য ইসরায়েল-নির্ধারিত ‘মানবিক অঞ্চল’ এখন অনিরাপদ হয়ে গেছে।” সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ