রাফায় হামলা হলে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরায়েলে সাড়ে তিন হাজার বোমা পাঠানো স্থগিত করেছেন। তবে এই বোমা ছাড় করতে মার্কিন প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার একটি বিল পাস হয়েছে।
আইনে পরিণত হতে বিলটি এখন সিনেটে যাওয়ার কথা। কিন্তু সেখানে ডেমোক্র্যাটদের সংখ্যা বেশি হওয়ায় বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুব কম। এছাড়া বাইডেন নিজেও বলেছেন, তিনি এই বিলে ভেটো দেবেন।
মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যা বেশি। তবে বিল পাসের ভোটাভুটিতে ১৬ জন ডেমোক্রেটও রিপাবলিকানদের পক্ষ নিয়েছেন। ফলে বিলটি ২২৪-১৮৭ ভোটে পাস হয়। ১৩ জন ভোট দেননি।
জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি আক্রমণ শুরুর পর সীমান্ত শহরটির (রাফাহ) জনসংখ্যা প্রায় ২ লাখ ৭৫ হাজার থেকে বেড়ে ১৫ লাখে পৌঁছেছিল। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকার শেষ নিরাপদস্থল হিসেবে এই বিশাল সংখ্যক ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন, যা গাজার মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ।
ইসরায়েল এখন সেখানে হামলা করছে। এসব হামলায় মার্কিন বোমা ব্যবহৃত হলে অনেক মানুষের প্রাণহানি হতে পারে, এই আশঙ্কায় চলতি মাসে বাইডেন ইসরায়েলে সাড়ে তিন হাজার বোমা পাঠানোর বিষয়টি স্থগিতের ঘোষণা দেন।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ফিলিস্তিনি বেসামরিক মানুষকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া বোমাগুলো ব্যবহার করেছে ইসরায়েল।
তিনি বলেন, ‘যদি তারা রাফাহতে যায়, আমি সেই অস্ত্র সরবরাহ করব না যা রাফাহকে মোকাবেলায় ঐতিহাসিকভাবে ব্যবহার করা হয়েছে।’
রয়টার্স বলছে, ইতোমধ্যেই ইসরায়েলের জন্য নির্ধারিত বোমার একটি চালান আটকে দিয়েছে ওয়াশিংটন।
একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ওয়াশিংটন ১ হাজার ৮০০টি ২ হাজার পাউন্ড বোমা এবং ১ হাজার ৭০০টি ৫০০ পাউন্ড বোমার একটি চালান থামিয়ে দিয়েছে।
তবে রিপাবলিকানরা বলছেন, ইসরায়েলের সামরিক অভিযানে হস্তক্ষেপ করার কোনো অধিকার বাইডেনের নেই। সূত্র : ডয়চে ভেলে ও রয়টার্স।
বিডি-প্রতিদিন/শআ