নির্বাচনী প্রচারে বেরিয়ে লাঞ্ছিত হলেন কংগ্রেসের উত্তর-পূর্ব দিল্লির প্রার্থী কানহাইয়া কুমার। অভিযোগ, দিল্লির উসমানপুর এলাকায় কানহাইয়াকে চড় মারা হয়। মুখে, গায়ে ছেটানো হয় কালো কালিও। কানহাইয়া কুমারের সঙ্গে থাকা আম আদমি পার্টির এক কাউন্সিলরকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।
ভারতীয় গণমাধ্যম বলছে, কংগ্রেস নেতার উপরে সাত-আটজন মিলে চড়াও হয়েছিল। শুক্রবার কর্তার নগরের পার্টি অফিসে দলীয় বৈঠক থেকে কানহাইয়া বের হতেই তাকে ঘিরে ধরেন সমর্থকরা। ওই ভিড় থেকেই আক্রমণকারীরা মালা পরানোর নাম করে এগিয়ে আসেন। কানহাইয়ার গলায় মালা দেওয়ার সঙ্গে সঙ্গেই সপাটে চড় মারা হয়। হতবাক হয়ে যান কংগ্রেস প্রার্থী। হামলাকারীরা কালো কালি বের করে কানহাইয়াকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন।
এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা বলছেন তারাই কানহাইয়া কুমারকে চড় মেরেছেন। কানহাইয়া কুমার দেশভাগের স্লোগান দিয়েছিলেন এবং ভারতীয় সেনাকে অপমান করেছেন। তার প্রতিশোধ নিতেই কংগ্রেস নেতার উপরে হামলা। নিজেদের ‘সনাতনী সিংহ’ বলে দাবি করেন হামলাকারীরা।
গোটা ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছেন আম আদমি পার্টির কাউন্সিলর ছায়া গৌরব শর্মা। এ ঘটনায় তিন-চারজন নারীও আহত হন। এক নারী সাংবাদিক ধাক্কাধাক্কিতে ড্রেনে পড়ে যান। ছায়া শর্মার অভিযোগ, হামলাকারীরা তার ওড়না ধরে টানতে টানতে এক কোণায় নিয়ে যায় এবং তাকে ও তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। দিল্লি পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্র : আজকাল
বিডি-প্রতিদিন/শফিক