যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির প্রখ্যাত পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়েও চলছে এই আন্দোলন। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সেখানে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে পুলিশ। এ সময় কয়েক শ’ শিক্ষার্থী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। সেখান থেকে ১৯ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
একইদিন নেদারল্যান্ডসের আমস্টারডামেও বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।
শুক্রবার মেক্সিকোতেও ইসরায়েল বিরোধী বিশাল বিক্ষোভ হয়। তবে এখানে কোনও হামলার ঘটনা ঘটেনি। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়ার প্রখ্যাত মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়টির শ শ শিক্ষার্থী জড়ো হয়ে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দেয়। একই দিন দেশটির প্রখ্যাত মোনাস বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনপন্থিদের তাঁবু কেড়ে নেয় পুলিশ।
খবরটি মেলবোর্ন ভার্সিটির শিক্ষার্থীদের কানে আসা মাত্র তারা ঘোষণা দেয় পুলিশের পদক্ষেপ সত্ত্বেও তারা ক্যাম্পাস ত্যাগ করবে না। মোনাস ভার্সিটির এক শিক্ষার্থী বলেন, আমাদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। কিন্তু পুলিশ আমাদের তাঁবু কেড়ে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে বলে। তবে আমরা পরেরদিন ফের বিক্ষোভে নামব। সূত্র: এপি, টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ