শারীরিক অসুস্থতায় ভুগছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ। তিনি জ্বর ও অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন। স্থানীয় সময় আজ রবিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক মাসের কম ব্যবধানে দ্বিতীয়বারের মতো মেডিকেল পরীক্ষা করাবেন তিনি।
সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়েছে জেদ্দার আল-সালাম প্যালেসের একটি ক্লিনিকে বাদশাহর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।
বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ সালমান জ্বর ও অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন। তার মেডিকেল টিম স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করতে কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।
বাদশাহ সালমান (৮৮) ২০১৫ সাল থেকে সিংহাসনে রয়েছেন। তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে (৩৮) ২০১৭ সালে ক্রাউন প্রিন্স হিসেবে মনোনিত করা হয়। বর্তমানে তিনি সৌদি আরবে ডিফ্যাক্টো শাসক হিসেবে কাজ করছেন। সূত্র: এসপিএ
বিডি প্রতিদিন/আরাফাত