রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এতে নিখোঁজ রয়েছেন রাইসি ও তার সঙ্গীরা।
এই ঘটনায় গভীরভাবে দুঃখ ও উদ্বেগ জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভ।
এ দুর্ঘটনার পর ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, তার দেশ তেহরানকে যেকোনও সহায়তা করতে প্রস্তুত।
এক্সে পোস্টে তিনি লেখেন, ‘আজ বন্ধুত্বপূর্ণ পরিবেশে ইসলামিক রিপাবলিক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বিদায় জানানোর পর তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর আসে, আমি গভীরভাবে মর্মাহত।’
রবিবার ইরান-আজারবাইজান সীমান্ত এলাকায় একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শহর তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। পথে ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্ত সংলগ্ন জোলফা শহরের কাছের পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে।
বিডি প্রতিদিন/নাজমুল