হেলিকপ্টার দুর্ঘটনার নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাকে জীবিত উদ্ধারের আশা কিছুটা হলেও ফিঁকে হয়ে আসছে সময়ের সাথে পাল্লা দিয়ে। ইরানের অনেক শীর্ষ কর্মকর্তাই এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
তবে রাইসির জীবিত ফিরে আসার প্রত্যাশায় দোয়া করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি রাইসির পরিবার এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের সঙ্গে সাক্ষাত করেছেন। এ সময় তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসি আমাদের মাঝে ফিরে আসুক সর্বশক্তিমান আল্লাহর কাছে সেই দোয়া করি।
তিনি আরও বলেন, ইরানিদের শান্ত থাকার পাশাপাশি আত্মবিশ্বাসী হওয়া উচিত। কারণে দেশের প্রত্যাহিক কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে না।
খামেনি বলেন, ইরানিদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। দেশ পরিচালনায় কোনো ধরনের সমস্যা হবে না।
বিডি প্রতিদিন/নাজমুল