ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবেশী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের। শুক্রবার কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্পষ্ট বার্তা 'ভারত সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলা করবে।'
এদিন লাদাখের দ্রাস সেক্টরে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানোর পর বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে প্রতিবেশী পাকিস্তানকে নিশানা করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, '২৫ বছর আগে ভারত শুধু কার্গিল যুদ্ধই জিতিনি। বরং 'সত্য, সংযম এবং শক্তির' চমৎকার উদাহরণ দিয়েছে।' ভারতের প্রধানমন্ত্রী বলেন 'পাকিস্তান অতীতে তার সমস্ত ঘৃণ্য প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল। কিন্তু তার পরেও সন্ত্রাসবাদ এবং ছায়া যুদ্ধের সহায়তায় নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করে চলেছে।'
ভারতের প্রধানমন্ত্রীর অভিমত 'যতবারই পাকিস্তান জঘন্য কিছু করার চেষ্টা করেছে, অতীতে এর উপযুক্ত জবাব পেয়েছে। অতীতে পাকিস্তান তার সব ঘৃণ্য প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। কিন্তু তার পরেও পাকিস্তান তার ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি। আজ আমি এমন একটা জায়গা থেকে এই বক্তব্য রাখছি, যেখানে সন্ত্রাসবাদের কর্মকর্তারা সরাসরি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। আমি এই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই যে তাদের ঘৃণ্য উদ্দেশ্য কখনোই সফল হবে না। আমাদের সেনাবাহিনীর সদস্যরা পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাসবাদকে দমন করবে এবং শত্রুকে উপযুক্ত জবাব দেবে।'
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি লাদাখ এবং জম্মু-কাশ্মীর পর্যটন ক্ষেত্রেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'লাদাখ হোক বা জম্মু ও কাশ্মীর- উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে ভারত পরাস্ত করবে। আর কয়েকদিন পরেই ৫ আগস্ট, উপত্যকা থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার ৫ বছর পূর্ণ হবে। জম্মু ও কাশ্মীর এখন নতুন ভবিষ্যতের কথা বলছে, বড় স্বপ্নের কথা বলছে। প্রায় এক দশক পর কাশ্মীরে সিনেমা হল খুলেছে। সাড়ে তিন দশক পর এই প্রথম শ্রীনগরে আশুরার তাজিয়া বের হয়েছে। সব মিলিয়ে আমাদের ভূস্বর্গ দ্রুত শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যাচ্ছে।'
বিডি প্রতিদিন/এএম