৮ আগস্ট, ২০২৪ ১২:১০

হঠাৎ সুর বদল, ক্ষমা চাইতেও রাজি ইমরান খান?

অনলাইন ডেস্ক

হঠাৎ সুর বদল, ক্ষমা চাইতেও রাজি ইমরান খান?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান ৯ মে’র দাঙ্গার জন্য শর্তসাপেক্ষে ক্ষমা চাইতে রাজি হয়েছেন। গতকাল বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের ভেতরে একটি অস্থায়ী আদালত কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সেনাবাহিনীর বিষয়েও এবার সুর নরম করছেন ইমরান

ইমরান খান জানান, দুর্নীতি মামলায় গত বছর ইসলামাবাদ হাইকোর্ট থেকে তাকে গ্রেফতার করার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গায় যদি পিটিআই নেতাকর্মীরা জড়িত থাকে তাহলে তিনি ক্ষমা চাইবেন। তবে আগের মতো এবারও তার দলের নেতাকর্মীরা এই দাঙ্গায় জড়িত নয় বলে দাবি করেছেন তিনি। ইমরানের দাবি, এই দাঙ্গা পূর্বপরিকল্পিত ছিল। বিরোধী দলের ওপর দমন-পীড়ন করতে এমনটা করা হয়েছে।

তিনি বলেন, ৯ মে’র ঘটনায় তারা জড়িত থাকলে আমি তাদের বরখাস্ত করব। আমি নিজেই পিটিআই সদস্যদের শাস্তি চাইব।

ইমরান খানকে গ্রেপ্তারের পর গত বছরের ৯ মে পাকিস্তানে ভয়াবহ দাঙ্গা শুরু হয়। তখন দেশের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনাসহ সরকারি স্থাপনায় হামলা হয়। এরপরই এই দাঙ্গায় জড়িতদের সামরিক আইনে বিচারের আওতায় আনতে শুরু করেন দেশটির সামরিক ও বেসামরিক প্রশাসন।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর