হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সম্প্রতি তেহরানে গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হানিয়া। তারপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।
সৌদি আরবে বিশেষ বৈঠকের পর ওআইসি বিবৃতিতে জানায়, তারা এই জঘন্য হামলার জন্য সম্পূর্ণরূপে ইসরায়েলকে দায়ী করছে। সংস্থাটি ওই হামলাকে ইরানের সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ বলেও আখ্যায়িত করেছে।
ওআইসির সভাপতি দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদোউ তানগারার আশঙ্কা হানিয়ার ‘জঘন্য’ গুপ্তহত্যা এবং চলমান গাজা যুদ্ধের কারণে আঞ্চলিক সংঘাত শুরু হয়ে যেতে পারে। তিনি বলেন, ইরানে ইসরায়েলের হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই।ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। সেখানেই তিনি গুপ্ত হত্যার স্বীকার হন।
ইরান এই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও হানিয়া হত্যার প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল