ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর তার উত্তরসূরি হয়েছেন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। এবার তাকেও হত্যা করার অঙ্গীকার করেছে ইসরায়েল।
হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
হামাসের সামরিক শাখার প্রধান সিনওয়ারকেই ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন সিনওয়ার।ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ব্রিফিংয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল আত্মরক্ষায় বদ্ধপরিকর। অনুষ্ঠানে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হেলভি নতুন হামাসপ্রধানকে (সিনওয়ার) খুঁজে বের করে তাঁর ওপর হামলা চালানোর অঙ্গীকার করেন। সেই সঙ্গে হামাসকে অন্য নেতা বাছাই করতে চাপ সৃষ্টি করার কথা জানান তিনি।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নজিরবিহীন হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ধরা হয় সিনওয়ারকে।
বিডি প্রতিদিন/নাজমুল