৮ আগস্ট, ২০২৪ ২০:৩৫

হাইফা বন্দরে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কায় ভীত ইসরায়েল

অনলাইন ডেস্ক

হাইফা বন্দরে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কায় ভীত ইসরায়েল

ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ইরান এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালাতে পারে বলে ভীতি ছড়িয়ে পড়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইরানে শহীদ করার পর এই ভীতি ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। 

ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেৎজ গতকাল (বুধবার) এক প্রতিবেদনে বলেছে, হাইফা এলাকায় বসবাসরত ইহুদিবাদীদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে যে, ওই এলাকায় অবস্থিত পেট্রো-কেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে। এসব পেট্রো-কেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এই দুশ্চিন্তা হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। 

হাইফা এলাকায় বসবাসরত এক ব্যক্তি হারেৎজ পত্রিকাকে বলেছে, “আমরা বিস্ফোরকের ব্যারেলের উপর বসে আছি এবং কী ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই ভীত-সন্ত্রস্ত।” ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে হারেৎজ পত্রিকা জানিয়েছে, হাইফা বন্দর এলাকায় দেড় হাজার রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে যার মধ্যে ৮০০ দাহ্য পদার্থ রয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর