সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ঘোষণা দিয়েছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধ-পরবর্তী কোনো পরিকল্পনায় তারা সমর্থন দেবে না। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, “ফিলিস্তিনের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি স্বাধীন ও সৎ সরকার গঠন না হওয়া পর্যন্ত আমিরাত গাজা বিষয়ে কোনো পরিকল্পনায় অংশ নিতে প্রস্তুত নয়। তবে ফিলিস্তিন সরকার গঠিত হলে আমিরাত তাকে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত।”
এদিকে, সৌদি আরবও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল জানিয়েছেন, সৌদি আরব কখনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না, যতক্ষণ না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
এই দুই আরব দেশের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, ফিলিস্তিনের স্বাধীনতার দাবি সমর্থনে তারা কোনো আপস করবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল