শিরোনাম
১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৩৫

রাশিয়ার আরও গভীরে হামলা চালানোর অনুমতি চান জেলেনস্কি

অনলাইন ডেস্ক

রাশিয়ার আরও গভীরে হামলা চালানোর অনুমতি চান জেলেনস্কি

রাশিয়ার আরো গভীরের সামরিক লক্ষ্যবস্তুতে, বিশেষ করে বিমানঘাঁটিতে হামলা চালাতে পশ্চিমাদের অনুমতি চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 ইউক্রেনের খারকিভে রাশিয়ার ভয়াবহ হামলার পর জেলেনস্কি এই আহ্বান জানান।

নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেছেন, শুধু একটি পদ্ধতিগত সমাধানের মাধ্যমে এই সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব। আর তা হলো, রাশিয়ার সামরিক বিমানঘাঁটিগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালির কাছ থেকে যথাযথ সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

এর আগে গতকালই রাশিয়ার একটি গাইডেড বোমা খারকিভের একটি আবাসিক ভবনে আঘাত হানে। একজন নিহতসহ এই হামলায় ৪২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া সুমি ও দোনেৎস্ক অঞ্চলে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, রুশ বাহিনী প্রতিদিন অন্তত ১০০টি বিমান হামলা চালাচ্ছেন। এসব হামলা প্রতিরোধে ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার আরও ভেতরে দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতি চাইছে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর