মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দিক থেকে তার জীবনের জন্য বড় হুমকি রয়েছে।
বুধবার তিনি এই অভিযোগ করেন।
এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের পক্ষ থেকেও এমন দাবি করা হয়। তারা জানায়, ইরানের দিক থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে ট্রাম্পকে মার্কিন গোয়েন্দারা সতর্ক করেছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ইরানের দিক থেকে আমার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে। পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে, অপেক্ষা করছে।”
ট্রাম্প আরও লিখেছেন, ইরান ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু সফল হয়নি। তবে তারা আবার চেষ্টা করবে। সূত্র: রয়টার্স, এএফপি
বিডি প্রতিদিন/একেএ