ইরানের মিসাইল উৎপাদন কারখানায় হামলার দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই দাবি করেছে।
আইডিএফ জানায়, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের মিসাইল উৎপাদন কারখানাগুলোতে হামলা চালিয়েছে। ওইসব কারখানায় হামলা চালানো হয়েছে যেগুলোতে উৎপাদিত মিসাইল ইসরায়েলে হামলায় ব্যবহার করা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, “ইরানের ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কারখানা এবং অন্যান্য ইরানি আকাশে সক্ষমতা সুবিধায় হামলা চালানো হয়েছে। উদ্দেশ্য ছিল- ইসরায়েলি আকাশে ইরানি অভিযানের সক্ষমতাকে সীমিত করা।” সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ