ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের এই হামলার পর ইরান, ইরাক ও সিরিয়ার আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের আরও হামলার আশঙ্কায় দেশগুলোর উড়োজাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে।
এদিকে, ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা তাদের দায়িত্ব পালনের অংশ হিসেবে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা করেছে। তবে ইসরায়েল ইরানের উদ্দেশে ফের সতর্কতা উচ্চারণ করে জানিয়েছে, ইরান যেন আর এ ধরনের ভুল না করে।
শনিবার (২৬ অক্টোবর) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানায়। হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খবরে বলা হয়, শুক্রবার দিনগত রাতে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। হামলার সময় বিকট শব্দে তেহরান কেঁপে ওঠে। হামলার পর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে ইরান কোনো কিছু জানায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ