রাশিয়ার পশ্চিমাঞ্চলের লিপেৎস্ক অঞ্চলে একটি কারাগার থেকে ছয় জন বন্দী গোপন সুড়ঙ্গ ব্যবহার করে পালিয়ে গেছেন। শনিবার সকালে কারাগারের নিয়মিত তল্লাশির সময় তাদের অনুপস্থিতি ধরা পড়ে।
কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ জানায়, সাধারণ নিরাপত্তা পর্যায়ের ২ নম্বর কারাগারে এক গোপন সুড়ঙ্গ আবিষ্কৃত হয়েছে। পরে বন্দীদের তালিকা পরীক্ষা করে ছয় জন বন্দী অনুপস্থিত পাওয়া যায়।
যদিও পালিয়ে যাওয়া বন্দীদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তারা মধ্য এশিয়ার নাগরিক আছে বলে জানা গেছে। পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী কাজ করছে। কারাগারের আশপাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি জোরদার করা হয়েছে।
লিপেৎস্ক অঞ্চল মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রাশিয়ার কারাগার ব্যবস্থায় পালানো ঘটনা বিরল হলেও, পালানো বন্দীদের অধিকাংশই দ্রুত ধরা পড়ে।
বিডিপ্রতিদিন/কবিরুল