লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংগঠনটি জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নফ বিমানঘাঁটিতে শনিবার সকালে একটি ড্রোন স্কোয়াড্রন পাঠায় এবং তা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে।
হিজবুল্লাহ আরও জানায়, ইসরায়েলের উত্তরের হাইফার কিরইয়াত এলাকাতেও রকেট হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্য ছিল মিশার ঘাঁটি। এটা উত্তর অঞ্চলের প্রধান গোয়েন্দা সদর দফতর হিসেবে পরিচিত।
এছাড়া ইসরায়েলি সীমান্তবর্তী রাশ আল-নাকোরা অঞ্চলের আল-মুশাইরিফা এলাকাতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার সকালে পশ্চিম এবং আপার গ্যালিলি অঞ্চলে তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন প্রতিহত করেছে।
এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ৩৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে, নিহতদের মধ্যে একই পরিবারের নয়টি শিশুও রয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বহু হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং হামাসের অবকাঠামো ধ্বংস করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল