আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এর মাঝে সিএনএন তাদের সর্বশেষ জনমত জরিপে জানিয়েছে, এই নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সমানতালে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
এসএসআরএস পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশ সম্ভাব্য ভোটার কমলাকে এবং সমান ৪৭ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন। এর আগে সেপ্টেম্বরে সিএনএন এর আরেক জরিপে কমলা ৪৮ শতাংশ এবং ট্রাম্প ৪৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছিলেন।
বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নিলে কমলা ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে নামেন এবং বাইডেনও কমলার প্রতি তার সমর্থন জানান। তবে সিএনএনের বিভিন্ন জরিপে দেখা গেছে, কমলার বিপক্ষে অবস্থান নিয়েও ট্রাম্পের সমর্থন এ বছর বেশ স্থিতিশীল রয়েছে। এবারের নির্বাচনে ট্রাম্প জনমত জরিপে আগে কখনো এমন শক্তিশালী অবস্থানে ছিলেন না।
আমেরিকান জনমনে পরিবর্তনের স্রোত
সিএনএনের জরিপ অনুযায়ী, ৮৫ শতাংশ ভোটার ইতোমধ্যেই তাদের ভোটের সিদ্ধান্তে স্থির রয়েছেন। এই ভোটারদের ৫০ শতাংশ কমলাকে এবং ৪৯ শতাংশ ট্রাম্পকে সমর্থন করছেন। তবে এখনও ১৫ শতাংশ ভোটার তাদের সিদ্ধান্ত পরিবর্তনের কথা বলেছেন।
নির্বাচনী প্রচারণার এই শেষ সময়ে প্রেসিডেন্ট বাইডেনের বর্তমান সরকারের কার্যক্রমে নেতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। প্রায় ৪৯ শতাংশ ভোটার মনে করছেন, এক বছর আগের তুলনায় তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে। আর্থিক পরিস্থিতি নিয়ে দেশজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
প্রার্থীদের জনপ্রিয়তা ও সমালোচনা
সিএনএন জরিপে দেখা যায়, উভয় প্রার্থীই (কমলা ৪১% ও ট্রাম্প ৪১%) তাদের নেতিবাচক রেটিংয়ে উল্লেখযোগ্য সাড়া পাচ্ছেন। কমলাকে সমর্থনকারী অধিকাংশ ভোটার (৫৪%) তাকে পছন্দ থেকে ভোট দেবেন, তবে ৪৫% ট্রাম্পের বিরোধিতা করেও ভোট দিচ্ছেন। অন্যদিকে ট্রাম্পের সমর্থকদের মধ্যে তার প্রতি জোরালো সমর্থন রয়েছে, এবং ৫৬% ভোটার ট্রাম্পের ব্যক্তিগত আচরণ ও মামলার জন্য তাকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কমলার প্রতি কিছু ভোটার ট্রাম্পকে প্রতিরোধ করতে ভোট দেবেন, অন্যদিকে অনেকেই তাকে দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। তবে ৬৫% ভোটার মনে করেন, এই বিষয়টি নির্বাচন প্রক্রিয়ায় বড় কোনো প্রভাব ফেলবে না।
বিভিন্ন ভোটারের মতামত
নারী ভোটারদের মধ্যে কমলা ৫০% এবং ট্রাম্প ৪৪% সমর্থন পাচ্ছেন। তরুণ ভোটারদের মধ্যে কমলা ৫১% এবং ট্রাম্প ৪১% সমর্থন পেয়েছেন। কৃষ্ণাঙ্গ এবং হিস্পানিক ভোটারদের মধ্যে কমলা বেশ এগিয়ে রয়েছেন, অন্যদিকে পুরুষ এবং গ্রামীণ ভোটারদের মধ্যে ট্রাম্প জনপ্রিয়।
২০২০ সালে যারা ভোট দেননি, তাদের মধ্যে ট্রাম্প ৫০% এবং কমলা ৪০% সমর্থন পেয়েছেন।
এই জরিপটি ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পরিচালিত হয়, যেখানে দেশব্যাপী ১,৭০৪ নিবন্ধিত ভোটার অংশ নিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল