ইসরায়েলের শুক্রবার দিনগত রাতের হামলায় ইরানের সেনাবাহিনীর (আর্টেশ) দুই কর্মকর্তা নিহত হয়েছেন। এ দুই কর্মকর্তা ইরানের সীমানা রক্ষায় নিয়োজিত ছিলেন। ইরানি সূত্রে জানা যায়, নিহত কর্মকর্তারা ইরানের মূল সেনাবাহিনী আর্টেশের সদস্য ছিলেন, ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস (আইআরজিসি)-এর নয়।
ইরানের আর্টেশ বাহিনী সাধারণত দেশটির সীমান্ত রক্ষার দায়িত্বে থাকে। তাদের নিয়ে সাধারণ ইরানিদের মধ্যে আইআরজিসির মতো কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস (আইআরজিসি) ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। দেশের বাইরে ইয়েমেন থেকে লেভান্ত পর্যন্ত তাদের কার্যক্রম বিস্তৃত। তাদের নিয়ে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে।
বিবিসির খবর অনুসারে, আইআরজিসি ইরানে বিভিন্ন বড় অর্থনৈতিক প্রকল্পে জড়িত, যা দেশের জনগণের মধ্যে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানিদের অভিযোগ, আইআরজিসি তেল, গ্যাস এবং অবকাঠামো নির্মাণের মতো খাতে একচেটিয়া প্রভাব বিস্তার করছে। এটা জনমনে ক্ষোভ সৃষ্টি করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল