ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভি বলেছেন, ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের এমন আচরণকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে মৌসাভি বলেছেন, ইসরায়েলের বিমান বাহিনী ইরাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সামরিক বাহিনী নিয়ন্ত্রিত আকাশপথ ব্যবহার করে ইরানের সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূর থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের এক-পঞ্চমাংশের সমান।
তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র ইলাম, খুজেস্তান ও তেহরানের আশেপাশের বেশ কয়েকটি সীমান্ত রাডার স্থাপনার দিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। তবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ক্ষতির পরিমাণ সীমিত ছিল। অনেক ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দেয়া হয়েছে এবং শত্রুর বিমানগুলোকে দেশের আকাশপথে প্রবেশ থেকে প্রতিহত করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের গণমাধ্যমের দাবি, ওই হামলায় শতাধিক যুদ্ধবিমান প্রায় দুই হাজার কিলোমিটার উড়ে গিয়ে হামলায় অংশ নেয়।
পরে শনিবার রাতে ইরান জানায়, ইসরায়েলের হামলায় মোট চারজন ইরানি সেনা প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করতেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা শনিবার (২৬ অক্টোবর) রাতে মৃত্যুর এই তথ্য জানায়। তবে এই চারজন দেশের কোথায় অবস্থানকালে নিহত হয়েছেন, তা জানায়নি বার্তা সংস্থাটি।
বিডি প্রতিদিন/মুসা