ইসরায়েলের তেল আবিবের উত্তরে রামাত হাশারোনের একটি বাসস্টপে ট্রাকচাপায় বহু লোক আহত হয়েছে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ও পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০:০৮ টার দিকে আহরোন ইয়ারিভ বুলেভার্ডে এই দুর্ঘটনা ঘটে।
জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, ঘটনার পরই প্যারামেডিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা প্রদান করছে। প্রাথমিকভাবে অন্তত ৩৫ জনকে কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর, একজন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
ঘটনার কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং মেডিকেল টিম আহতদের সাহায্যে নিয়োজিত হয়। একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে নজরদারি করছে।
এই ঘটনাটি এমন সময় ঘটল, যখন ইসরায়েল অক্টোবরের ৭ তারিখের হামলার বার্ষিকী পালন করছে। ট্রাক চালককে নিরস্ত্রীকরণ করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। প্রাথমিকভাবে এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে দেখছে ইসরায়েলি পুলিশ।
বিডিপ্রতিদিন/কবিরুল