জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তুরস্কের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ মনোভাব’ প্রদর্শনের অভিযোগ তুলেছেন। এর কারণ, তুরস্ক জাতিসংঘে একটি চিঠি জমা দিয়েছে। সেই চিঠিতে ৫২টি দেশ ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে।
এই ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মন্তব্য করেন, দেশগুলো সৎ নয় এবং দুষ্টু বলয়ের (অ্যাক্সিস অব ইভিল)-এর সহযোগী। তাদের এমন পদক্ষেপ স্বাভাবিক।
এর আগে রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে এই চিঠি জমা দেয়। আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন দেশ এই চিঠিতে স্বাক্ষর করেছে। চিঠিতে গাজার চলমান সংঘাতের কারণে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানানো হয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩,৩৭৪ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জাতিসংঘ জানিয়েছে।
ইসরায়েল দাবি করেছে, এই যুদ্ধ শুরু হয়েছিল ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর। ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ‘এই চিঠি প্রমাণ করে জাতিসংঘ কিছু অন্ধকারময় দেশ দ্বারা পরিচালিত হচ্ছে, ন্যায়বিচার ও নৈতিকতার পক্ষে থাকা দেশগুলো দ্বারা নয়।’
তুরস্কের চিঠিতে গাজার বেসামরিক মৃত্যুর হারকে ‘অসহনীয়’ বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে যুক্তিযুক্ত ক্ষেত্রে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল