ইউক্রেন যুদ্ধে অক্টোবর মাসে রাশিয়ার সেনা হতাহতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান টনি রাডাকিন। তার মতে, এ মাসে প্রতিদিন গড়ে ১,৫০০ রুশ সেনা নিহত বা আহত হয়েছে।
রাশিয়া সাধারণত তাদের যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করে না। তবে রাডাকিন উল্লেখ করেন যে, অক্টোবর মাসে হতাহতের এ পরিমাণ ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ।
তিনি বলেন, রাশিয়ার এখন পর্যন্ত প্রায় ৭ লাখ সেনা নিহত বা আহত হয়েছে। এই বিশাল যন্ত্রণা ও ক্ষতির মাশুল রাশিয়ার জনগণকে গুনতে হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচ্চাভিলাষের কারণে।
রাডাকিন বলেন, রাশিয়া কিছু অঞ্চলে ভূমি লাভ করলেও এ ক্ষয়ক্ষতি কেবল সামান্য ভূখণ্ডের জন্যই হচ্ছে। তিনি আরো জানান, রাশিয়া এখন তাদের মোট বাজেটের ৪০ শতাংশের বেশি প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় করছে, যা রাষ্ট্রের ওপর বিশাল চাপ সৃষ্টি করছে।
ইউক্রেনের পক্ষে লড়াইয়ে যুক্তরাজ্য শক্তিশালী সমর্থন দিয়ে আসছে। দেশটি এখন পর্যন্ত ইউক্রেনকে বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা, অস্ত্র এবং সৈনিকদের প্রশিক্ষণ দিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ইউক্রেনকে ‘অবিচল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর পশ্চিমা দেশগুলোর ইউক্রেন সমর্থন অব্যাহত রাখা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষাপটে এ আশ্বাস দেন স্টারমার।
রাডাকিন বলেন, যুক্তরাজ্য ইউক্রেনকে প্রয়োজনমতো সমর্থন দিতে প্রস্তুত থাকবে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট পুতিনের জন্য এটি একটি বার্তা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য এটি আশ্বাস।
বিডিপ্রতিদিন/কবিরুল