হঠাতই গুঞ্জন উঠেছিল কাতার থেকে অন্য দেশে সরে যাচ্ছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা। তাদের রাজনৈতিক কার্যালয়ও সরিয়ে নেয়া হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, তুরস্কে আশ্রয় নিচ্ছেন হামাস নেতারা।
তবে তুরস্ক সেই খবর সরাসরি নাকচ করে দেয়।
এবার রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তরের খবরটি ‘মিথ্যা ও প্রমাণ অযোগ্য’ প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে হামাস।
হামাসের একাধিক সূত্রের দাবি, এমন গুজব দখলদার ইসরায়েল সরকার মাঝেমধ্যেই ছড়ায়।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক গাজা উপত্যকা ও লেবাননে হামলার জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছে। এমনকি দেশটি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে না। হামাসের অনেক নেতা নিয়মিত তুরস্ক সফর করেন। কূটনৈতিক সূত্রটি বলেছে, হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্যরা সময়ে সময়ে তুরস্ক সফর করেন। হামাস পলিটিক্যাল ব্যুরো তুরস্কে চলে গিয়েছে বলে যেসব প্রতিবেদন করা হচ্ছে সেখানে সত্যতা নেই।
বিডি প্রতিদিন/নাজমুল