বায়ু দূষণে বেহাল দশা ভারতের রাজধানী দিল্লির। চলতি মৌসুমে সেখানকার বায়ুর মান সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। এর জেরে সেখানে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
শহরে অপ্রয়োজনীয় ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বন্ধ করা হয়েছে সব ধরনের নির্মাণকাজ।
উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে দিল্লি শহরে কৃত্রিম বৃষ্টিপাতের অনুমোদন চেয়ে আবেদন করেছে রাজ্য সরকার। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তাতে সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই।
ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (এনআরসি) কাছেও অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়েছেন দিল্লি কর্তৃপক্ষ।
আবেদনে বলা হয়, দিল্লির কোটি কোটি বাসিন্দার জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী দূষণ রোধে শহরের স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে সব ধরনের নির্মাণকাজ। এছাড়া বায়ু দূষণ কমাতে দিল্লি শহরে কৃত্রিম বৃষ্টির মতো বিকল্প ব্যবস্থাও অন্বেষণ করছে স্থানীয় সরকার। এভাবে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাতের মাধ্যমে শহরে দূষণের পরিমাণ কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, কৃত্রিম উপায়ে ক্লাউড সিডিং প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে বায়ু পরিষ্কার করা সম্ভব।
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, তিনি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে একাধিকবার চিঠি লিখেছেন, যেন উদ্ভূত সমস্যা মোকাবিলা করতে তারা একটি জরুরি বৈঠক ডাকেন। কিন্তু এ বিষয়ে এখনও কোনও পদক্ষেপ নেয়নি কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগ।
সংবাদমাধ্যমকে রাই বলেছেন, গত বছর কানপুরে কৃত্রিম বৃষ্টিপাতের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছিল আইআইটি। তবে তারা জানায় এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি অনুমোদনের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে দিল্লি সরকার প্রয়োজনীয় অনুমোদনের বিষয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর সঙ্গে গত আগস্ট থেকে যোগাযোগ করলেও এখনও কোনও সাড়া পায়নি বলে অভিযোগ করেছেন রাই।
এ পর্যন্ত মোট তিন বার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে কৃত্রিম বৃষ্টিপাতের অনুমোদন চেয়ে চিঠি লিখেছেন গোপাল রাই। তিনি বলেছেন, গত ৩০ আগস্ট ও ১০ এবং ২৩ অক্টোবর কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখা হয়েছে। তবে এখনও কোনও সাড়া পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ