গত সপ্তাহে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নৌ ইউনিটের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হওয়ার পর লোহিত সাগর ছেড়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন।
ইউনাইটেড স্টেটস নেভাল ইনস্টিটিউট (ইউএসএনআই) অনুসারে, নিমিতজ-শ্রেণির যুদ্ধজাহাজটি মার্কিন ৭ম নৌবহরে প্রবেশ করেছে। এক বছরেরও বেশি সময়ের মধ্যে মাত্র দ্বিতীয়বারের মতো বাহক ছাড়াই পশ্চিম এশিয়া ত্যাগ করেছে জাহাজটি।
শেষবার মার্কিন নৌবাহিনী কোনো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ছাড়াই এই অঞ্চল ত্যাগ করেছিল জুন মাসে। যখন ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ভূমধ্যসাগরে প্রবেশ করেছিল। সেসময় ইউএসএস থিওডোর রুজভেল্ট ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডে (সেন্টকম) প্রবেশ করেছিল।
জুন মাসে ইউএসএস থিওডোর রুজভেল্টের আগমন ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সাত মাস পর পশ্চিম এশিয়া ছেড়ে যাওয়ার অনুমতি দেয়।
আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আগস্টে পশ্চিম এশিয়ায় আসে। সেপ্টেম্বরে চলে যাওয়ার আগে থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে যোগ দেয়।
লোহিত সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রস্থানের পরে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, দেশটির নৌ ইউনিটগুলি আমেরিকান এবং ব্রিটিশ আক্রমণের প্রতিশোধ হিসাবে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে দুটি বড় সামরিক অভিযান পরিচালনা করেছে।
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম অভিযানে আরব সাগরে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে আমেরিকান বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল