যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো মিসাইল প্রথমবার রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে ইউক্রেন ব্যবহার করেছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, অপারেশনাল বিষয় বা গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে আমরা মন্তব্য করব না। তবে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান যুক্তরাজ্যের তৈরি এই ক্রুজ মিসাইল ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে। ব্লুমবার্গ-এর প্রতিবেদনেও একই তথ্য উল্লেখ করা হয়েছে, যেখানে একজন নাম না প্রকাশ করা পশ্চিমা কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রচারিত অপ্রমাণিত ছবি স্টর্ম শ্যাডো মিসাইলের টুকরো দেখানোর দাবি করেছে। ছবিগুলো রাশিয়ার কুরস্ক অঞ্চলের কোনো স্থানের বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্য আগে বলেছিল, ইউক্রেন স্টর্ম শ্যাডো মিসাইল শুধুমাত্র তাদের ভূখণ্ডে ব্যবহার করতে পারবে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে এই মিসাইল রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে ব্যবহার করার অনুমতির জন্য চাপ দিয়ে আসছেন।
স্টর্ম শ্যাডো মিসাইল উন্নত প্রযুক্তিসম্পন্ন একটি ক্রুজ মিসাইল। এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানতে সক্ষম। রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘর্ষে এমন অস্ত্রের ব্যবহার পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল