বাল্টিক সাগরে সুইডিশ ফাইবার-অপটিক ক্যাবল নষ্ট হয়েছে। এই ঘটনায় দেশটির নৌবাহিনী প্রায় ১০০ শতাংশ নিশ্চিত হয়েছে, ঘটনার সময় কোন কোন জাহাজ সেই এলাকায় ছিল। বুধবার, ফিনল্যান্ড-জার্মানি সংযোগ ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুইডেনের বিশেষজ্ঞ ডুবুরি দল প্রমাণ সংগ্রহ করছে।
ডেনমার্ক জানিয়েছে, চীনা কার্গো জাহাজ ইয়ি পেং ৩ সেখানে অবস্থান করছে। তার আশপাশে তাদের একটি নৌবাহিনী জাহাজ অবস্থান করছে। এই জাহাজটি বাল্টিক সাগরে নোঙর করা অবস্থায় ছিল। সেখানে সুইডেন ও লিথুয়ানিয়ার মধ্যে সংযোগকারী আরেকটি ক্যাবলও নষ্ট হয়েছে।
রাশিয়া এই ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। ক্রেমলিন বলেছে, প্রমাণ ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করা সম্পূর্ণ অযৌক্তিক।
সুইডেন ও ফিনল্যান্ড এই ঘটনাকে সম্ভাব্য নাশকতা হিসেবে ধরে নিয়ে যৌথ তদন্ত শুরু করেছে। সুইডেন তদন্তে নেতৃত্ব দিচ্ছে। সুইডিশ নৌবাহিনী জানিয়েছে, দূরনিয়ন্ত্রিত সাবমেরিন ব্যবহার করে ক্ষতিগ্রস্ত ক্যাবল পরীক্ষা করা হচ্ছে। কিন্তু খারাপ আবহাওয়া ও নিম্নমানের দৃশ্যমানতার কারণে এই কাজ শেষ করতে কয়েকদিন সময় লাগবে।
গত বছর আরেকটি চীনা জাহাজের নোঙর ফিনল্যান্ড-এস্তোনিয়া গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছিল। সেই ঘটনার উদ্দেশ্য এখনো অস্পষ্ট। এবার ইয়ি পেং ৩ এর সম্ভাব্য ভূমিকা তদন্তের অধীন। সুইডিশ কর্তৃপক্ষ বলছে, ঘটনার তথ্য দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই সঠিক সিদ্ধান্তে আসতে সময় লাগবে।
বিডিপ্রতিদিন/কবিরুল