মেক্সিকোতে একটি স্ট্রিপ মলের বেশ কিছু দোকানে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছে বন্দুকধারীরা। সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে এবিসি নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। একইসঙ্গে স্থানীয় কর্তৃপক্ষও রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।
গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাপাসিও এল গ্র্যান্ডে শহরে স্থানীয় সময় শনিবার রাতে ওই হামলার ঘটনা ঘটেছে। ওই ব্যস্ত বাণিজ্যিক এলাকায় খাবারের দোকান, টিকিট কাউন্টারসহ বেশ কিছু দোকান রয়েছে।
নিহতদের মধ্যে দুজন দমকলের কর্মী। এছাড়া রাজ্যের হেলথ কেয়ার সিস্টেমের একজন প্যারামেডিকও নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
তবে এখন পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প কেন্দ্র এবং সেখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন হাব অবস্থিত। তবে একে মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসেবেও বিবেচনা করা হয়।
এর আগে গত ৪ অক্টোবর গুয়ানাজুয়াতোর সালামানকা শহরের বিভিন্ন এলাকায় ১২ জন পুলিশ কর্মকর্তার মরদেহ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এমএস