ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, বুধবার(৪ ডিসেম্বর) ফার্স প্রদেশের ফিরুজাবাদ এবং কিরোকারজিন কাউন্টির মধ্যবর্তী একটি পাহাড়ে আঘাত হেনে বিমানটি বিধ্বস্ত হয়। যদিও বিধ্বস্ত বিমানটির মডেল বা ধরন সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, বিমানটি ইরানের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ এবং যুদ্ধ বিমান ছিল।দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। উভয়েই সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার অফিসার ছিলেন।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এই দুর্ঘটনার জন্য ইরানের সেনাবাহিনী শোকপ্রকাশ করেছে।
বিডি প্রতিদিন/নাজিম